বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে স্পিডবোট ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কমিটির প্রধান মো. মঈন উদ্দিনের সত্যতা নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, সকালে তদন্ত কমিটির একটি চিঠি পেয়েছি। কমিটিতে সন্দ্বীপের ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার, কোস্টগার্ডের একজন সদস্য ও সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমেদকে রাখা হয়েছে। আগামীকাল কমিটির সবাই একসঙ্গে বসে সার্বিক বিষয়গুলো তদন্ত করা হবে। বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে স্পিডবোটটি কেন চলাচল করলো, কিংবা এখানে কারও গাফিলতি আছে কি না আমরা যাচাই করে দেখব। এর পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। এরপরও মানুষ জীবনের চেয়ে সময়কে বেশি প্রাধান্য দিতে গিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে। দুর্ঘটনার কবলে পড়ে নিহত আনিকার লাশ দাফনের জন্য তার পরিবারকে উপজেলা ও জেলা পরিষদের পক্ষ থেকে ৭০ হাজার টাকা সহায়তা দিয়েছে। 

উল্লেখ্য, গতকাল বুধবার চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরটের গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। কোস্টগার্ডের পক্ষ থেকে কালবৈশাখী কবলে স্পিডবোটটি ডুবে যাওয়ার কথা বলা হয়েছিল। তবে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার দাবি করেন, জেলেদের নৌকায় আটকে গিয়ে স্পিডবোটটি উল্টে গিয়ে ডুবে যায়।

এ ঘটনার পর আনিকা নামে ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে আনিকার দুই বোন আদিবা ও আলিফার খোঁজ পাওয়া যায়নি। এছাড়া মনির হোসেন নামে আরও এক শিশুর নিখোঁজ রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়। আজ সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ডের সদ্যসরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন