চট্টগ্রামের বাঁশখালীতে পুঁইছড়ির পূর্ব পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে জীবন কৃঞ্চ দাশ (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের লোকালয় থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে জঙ্গল পুঁইছড়ির পূর্ব পাহাড়ি এলাকায়।
জীবন কৃঞ্চ দাশ উত্তর পুঁইছড়ি গ্রামের ৬ নং ওয়ার্ডের দাশ পাড়ার মৃত হরিপদ দাশের সন্তান।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, জীবন কৃঞ্চ দাশ বৃহস্পতিবার প্রতিদিনের মতো বনাঞ্চলে কৃষিকাজ করতে যান। যাত্রাপথে তার অগোচরে হাতির আক্রমণের শিকার হন তিনি।
তার লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিকভাবে শবদাহ হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে বনবিভাগের পুঁইছড়ি বনবিটের কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, হাতির আক্রমণে জীবন কৃষ্ণ দাশ নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি।