শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি স্পিডবোট ডুবে নিখোঁজ ৩ শিশুর

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

২৭ ঘণ্টার বেশি সময় পার হলেও চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে স্পিডবোট ডুবে নিখোঁজ হওয়া তিন শিশুর সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদ্যসরা। তবে কেউ নিখোঁদের উদ্ধারে কোনো অগ্রগতি জানাতে পারেনি।


বিজ্ঞাপন


কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম তাহসিন রহমান উদ্ধার বিষয়টি জানিয়েছেন।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ জানান, বিভিন্ন স্থানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্নস্থানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ-রুটের গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটে ২০ যাত্রী নিয়ে এক স্পিডবোট ডুবে যায়। কোস্টগার্ডের পক্ষ থেকে কালবৈশাখীর কবলে স্পিডবোটটি ডুবে যাওয়ার কথা বলা হয়েছিল। তবে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার দাবি করেন, জেলেদের নৌকায় আটকে গিয়ে স্পিডবোটটি উল্টে গিয়ে ডুবে যায়। এ ঘটনার পর আনিকা নামে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে আনিকার দুই বোন আদিবা ও আলিফার খোঁজ পাওয়া যায়নি। এছাড়া মনির হোসেন নামে আরও এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

 আরকে/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর