ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাঁঠাল গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
সোমবার (১৬অক্টোবর) সকালে উপজেলার আজমপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
পুলিশ জানায় শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে আখাউড়া - সিলেট রেলপথের আজমপুর রেলস্টেশনের পূর্ব পাশে একটি কাঁঠাল গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করে।
তার বয়স অনুমান ৪৮ বছর। স্থানীয় লোকজন কাঁঠাল গাছে মরদেহ ঝুলছে দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে আরও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রতিনিধি/ এজে

