মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে গাড়িচাপায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে গাড়িচাপায় মা-মেয়ে নিহত
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রূপচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হ্যাপী আক্তার (৩৫) ও তার মেয়ে রেহেনা আক্তার (৩)।


বিজ্ঞাপন


তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত বলেন, সন্ধ্যায় মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন হ্যাপী আক্তার। ইফতারের পর বাড়ি ফেরার পথে হেঁটে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আবুল খায়ের।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর