মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিরপুরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে সমেলা খাতুন(৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর)  বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সমেলা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের মৃত তোরাপ আলীর স্ত্রী।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে  (ওসি) এমদাদুল হক বলেন, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানে কম শুনতেন । আজ বিকেলে হালসা রেলওয়ে স্টেশনের কাছাকাছি  ১৬৫/০২ কি.মি. ডাউন ফ্লোর নামক স্থানে ঢাকা থেকে খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে লাফ দিলে, তার মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শামেলা খাতুন যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর