সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের যৌথখামার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল বকস, টেবিল ও হোয়াইট বোর্ড দেওয়া হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজ-খবর নেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।


বিজ্ঞাপন


ক্ষুদে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে জোন অধিনায়ককে অভিনন্দন জানায়। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী অংশাচিং মারমা, অভি সাঁওতাল, মিউস্যাং ত্রিপুরা, থুইসা মারমাসহ  শিক্ষার্থীরা শিক্ষাসামগ্রী পেয়ে দারুণ খুশি বলে জানায়।

পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, বিদ্যালয়ের শিক্ষক স্রানু চিং মারমা, চেউং মারমা, ক্রাঙ্কোরী মারমা, সুচিতা দেওয়ান, এলাকার মংতা কার্বারি ও স্থানীয় বাসিন্দারা শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এই প্রত্যন্ত এলাকার বিদ্যালয়টির পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর