বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

খেলার সময় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে রতন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের খোকসা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শিশু রতন ওই গ্রামের পল্লবের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

বালিয়াডাঙ্গী থানার পুলিশের উপ-পরিদর্শক আবুল বাশার স্থানীয়দের বরাতে ঢাকা মেইলকে জানান, বাড়ি পাশে খেলার সময় পুকুর পাড়ে যায় রতন। অনেক খোঁজাখুঁজির পরে পুকুরে তার দেহ ভাসতে দেখে স্থানীরা। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন