বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

গ্রাম্য সালিশে স্কুলছাত্রী নিপীড়নের ঘটনার মিমাংসার চেষ্টা, থানায় মামলা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বরগুনার তালতলীতে পনু ঘরামী (৪৮) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে দোকানে ঝালমুড়ি কিনতে আসা এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠছে।

গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করতে ত্রিশ হাজার টাকায় রফাদফা করার চেষ্টা করা হয়। এ ঘটনার বিচার চেয়ে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।


বিজ্ঞাপন


বুধবার (১১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পনু ঘরামীকে আসামি করে মামলাটি করেন।

অভিযুক্ত পনু ঘরামী মেনি পাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি মুদি দোকানদার।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে নানা বাড়ি যাওয়ার পথে ভুক্তভোগী স্কুলছাত্রী ঝালমুড়ি কিনতে স্থানীয় একটি মুদি দোকানে যায়। সেখানে গেলে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন শুরু করেন দোকানদার পনু ঘরামী। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এসময় পনু ঘরামী পালিয়ে যায়।


বিজ্ঞাপন


মামলার বাদী বলেন, ঘটনা জানাজানি হওয়ায় গ্রাম্য সালিশে বিষয়টি সমাধান করাতে ত্রিশ হাজার টাকায় রফাদফা করার চেষ্টা করে। এবং আমার পরিবারকে চাপ দেয় পনুর স্বজনরা। পরে পনু ঘরামীকে আসামি করে থানায় গিয়ে একটি মামলা দায়ের করি। মামলার পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও ষড়যন্ত্র করছে পনু ও তার লোকজন। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন আর কেউ এমন ঘটনার সাহস না পায়।

এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামি ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন