বাবা-মায়ের কোলে ফিরল সিলেটের জকিগঞ্জে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র মাহফুজ রিফাত (১৬)।
মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাতে সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিজ্ঞাপন
সে উত্তর মনসুরপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ অক্টোবর) থেকে রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য গত সোমবার জকিগঞ্জ থানায় রিফাতের নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়রি দায়ের করেন তার বাবা। এরপর পুলিশ অভিযানে নেমে নগরের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
প্রতিনিধি/এসএস