আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী পদ্মাসেতু রেল প্রকল্পের ট্রেন চলাচলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। ঐ দিন সকালে প্রধানমন্ত্রী মাওয়া থেকে পদ্মাসেতু দিয়ে ট্রেনে করে আসবেন ফরিদপুরের ভাঙ্গায়। এ উপলক্ষ্যে ভাঙ্গা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা উপলক্ষ্যে শেখ হাসিনাকে বরণ করতে সকল ধরনে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ভাঙ্গার বামনকান্দা জংশনে নেমে ভাঙ্গার ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন

রেল উদ্বোধন ও শেখ হাসিনার জনসভা ঘিরে ভাঙ্গায় সাজ সাজ রব। সড়ক জুড়ে বঙ্গবন্ধু ও তার কন্যাদের ছবি সম্বলিত তোরন, ফেস্টুনে ছেয়ে গেছে। জেলার বিভিন্ন নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে সকল প্রস্তুতি গ্রহন করেছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক জানান, প্রধানমন্ত্রী দক্ষিন-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য যে উন্নয়ন করেছে তার জন্য এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ। তাই শেখ হাসিনাকে একনজর দেখার জন্য ও কথা শোনার জন্য সাধারন মানুষ উৎগ্রীব হয়ে আছে।

বিজ্ঞাপন
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিচালক বিগেডিয়ার জেনারেল আবু সাইদ জানান, ঢাকা থেকে ভাঙ্গা ৮২ কিলোমিটার রেল পথটির মাওয়া থেকে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ট্রেনে চেপে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা জংশনে এসে পৌছাবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে।

মঙ্গলবার ২টায় ভাঙ্গা পাইলট স্কুলের সামনের আবু ইউসুফ স্টেডিয়ামে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য রাখবেন।
লক্ষাধিক লোকের সমাগম করতে ও সমাবেশ কে সফল করতে আওয়ামী লীগের সকলে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনে প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ সকল গোয়েন্দা সংস্থার মাঠে কাজ করছে।
প্রতিনিধি/ এজে

