সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগড়ে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

রামগড়ে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজার এলাকা থেকে ৪৭ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ মো. শরিফুল ইসলাম নাসিরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) দুপুর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এস আই সামছুল আমিনসহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের অভিযানে শরিফুল ইসলামকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তি মো. শরিফুল ইসলাম নাসির রামগড় পৌরসভার বাজার এলাকার বাসিন্দা মো. রফিকের ছেলে।

রামগড় থানার এসআই মো. সামছুল আমিন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শরিফুল ইসলামের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর