সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্ব যেমন এগিয়ে যাচ্ছে তেমনি দেশকে এগিয়ে নিতে হবে: আমু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

বিশ্ব যেমন এগিয়ে যাচ্ছে তেমনি দেশকে এগিয়ে নিতে হবে: আমু
ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তাই অশিক্ষিত ছাত্রছাত্রীদের নিয়ে দেশ গঠন করা যাবে না। পাস করলেই চাকরি হয় না, কারণ পরীক্ষা যখন হয় তখন কোনো তদবির হয় না। আগামীতে যাতে চাকরি বঞ্চিত হতে না হয়, সেই অনুযায়ী শিক্ষার্থীদের পড়ালেখা করতে হবে। বিশ্ব যেমন এগিয়ে যাচ্ছে তেমনি বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (৯ অক্টোবর) বেলা ১২টায় ঝালকাঠি সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আমির হোসেন আমু বলেন, আজকে আমাদের দেশে অনেক ষড়যন্ত্র চলছে। এ থেকে আমাদের তরুণ সমাজকে মুক্ত করতে হবে। আদর্শবান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই পুঁথিগত শিক্ষা থেকে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে।

এসময় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন— বরিশাল  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান।

কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন— কলেজর অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, প্রফেসর ইলিয়াস বেপারী, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর