মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে কালবৈশাখীতে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে কালবৈশাখীতে গাছচাপায় গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ের সময় গাছের চাপায় রীনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ১ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের  ঝরজড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রীনা আক্তার ওই এলাকার শাহ আলমের স্ত্রী। তিনি পাইন্দং বেড়াজালী এলাকার মো. ইদ্রিসের মিয়ার ছেলে। 


বিজ্ঞাপন


ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এসআই (উপ-পরিদর্শক) মো. জিয়াউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালবৈশাখীর ঝড়ের সময় ওই গৃহবধূ গরু বাঁধার জন্য ঘরে থেকে বের হয়েছিলেন। ওই সময় একটি গাছ তার ওপর উপড়ে পড়লে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর