মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে বজ্রপাতে কৃষাণীর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফিরোজা বেগম (৫৫) নামে এক কৃষাণী জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

বুধবার (২০ এপ্রিল) সকালে খলসী ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিরোজা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। তিনি ৩ সন্তানের মা ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ফিরোজা বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে নিজের ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এসময় হঠাৎ ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক জানান, ফিরোজা বৃষ্টির সময় ভুট্টা কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পরে। এসময় আসে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য বাড়ি আনার সময় পথেই তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


ইউএনও মো. ইমরুল হাসান বলেন, ঘটনাটি আমি শুনেছি। বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি অত‍্যন্ত দুঃখজনক।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর