চট্টগ্রামের সন্দ্বীপে ঝড়ের কবলে পড়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১১ জনকে।
বুধবার সকালে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি ডুবে যায়। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ আছেন কিনা তা জানা যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভালো আবহাওয়ার মধ্যেই সীতাকুণ্ড থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে স্পিডবোটটি। সোয়া নয়টার দিকে গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি আসার পর ঝড়ের কবলে পড়ে সেটি উল্টে যায়। এরপর তল্লাশি চালিয়ে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের কুমিরা নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, গুপ্তাছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে আরও কেউ নিখোঁজ আছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম তাহসিন রহমান বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে বেশ কিছু স্থানে এমন ঘটনা ঘটেছে। আমাদের কাছে তথ্য আসা শুরু হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করছি। এসব ঘটনার পর কোস্টগার্ডের উদ্ধার টিম ঘটনাস্থলে গেছে। তবে এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।
আরকে/এইচই/টিবি