মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুন্দরগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৩, ০২:০৩ এএম

শেয়ার করুন:

সুন্দরগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা। ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা এলাকার তিস্তার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর