রংপুরের কাউনিয়ায় জহির উদ্দিন (৬৪) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার মীরবাগ রামচন্দ্র পুর গ্রামে নিজ ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ রামচন্দ্র পুর গ্রামের বাসিন্দা মৃত্যু পশিন উল্লাহের ছেলে জহির উদ্দিন (৬৪) প্রতি রাতের মতো সবার সঙ্গে খাওয়া দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে যায়। পরিবারের লোকজন বুধবার সকালে ঘুম থেকে ওঠে তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন ধারণা তাদের। এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানান তারা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে আসলে কী ঘটেছে।
প্রতিনিধি/এসএস