শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফরিদপুরে মান্নান হত্যা, র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ০২:২০ পিএম

শেয়ার করুন:

loading/img
গ্রেফতার সোহেল মল্লিক। সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুরে মান্নান বেপারী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সোহেল মল্লিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) উপপরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে গত ২২ মে সন্ধ্যায় সোহেল মল্লিক ও তার সহযোগীরা মান্নান বেপারীকে হত্যার উদ্দেশ্যে রাস্তায় পাশে লুকিয়ে থাকে। পরে মান্নান ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সোহেল মল্লিক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে মান্নানকে গুরুতর জখম করে সেখানেই ফেলে যান।

 

আরও পড়ুন

রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৮ জন গ্রেফতার

পরবর্তীতে স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে মান্নানকে প্রথমে সদরপুর হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে সবশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীকালে গত ১১ জুন ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মান্নান।

 

এর আগে মান্নানের ওপর হামলায় ঘটনায় ফরিদপুরের সদরপুর থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছিল। পরে সেটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। তারপর থেকেই আসামি সোহেল মল্লিকসহ অন্যরা পলাতক ছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহেল হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর