গাজীপুরের কাপাসিয়াতে বাসচাপায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টায় টোক-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লোহাদীনামা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদরাসা শিক্ষক নুরুল আমিন (৩৫) কাপাসিয়ার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নরসিংদী জেলার মনোহরদী থানার কোচের চর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বৈদ্য বলেন, বুধবার সকাল ৯টার দিকে জলসিঁড়ি পরিবহনের একটি বাস টোক থেকে ঢাকা দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাদরাসা শিক্ষক নুরুল আমিন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এইচই