কুষ্টিয়ার দৌলতপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে ডুবে জুনাইদ নামের ৬ বছরের এক শিশু মৃত্যু হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে দৌলতপুরের মরিচা ইউনিয়নের বৈরাগির চর এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জুনায়েদ একই উপজেলার ফিলিপনগর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গফরগাঁওয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম জানান, শিশুটি তার মায়ের সঙ্গে তার খালার বাড়ি বৈরাগীরচর এলাকায় বেড়াতে আসে। আজ সকালে শিশুটি তার খালার বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর এক পর্যায়ে শিশুটি পানির নিচে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা শিশুটিকে পানি থেকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস