সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবরস্থানের কাঁঠাল পাতা বিক্রিতে বাধা দেওয়ায় মুসল্লিকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ০৬:২৩ এএম

শেয়ার করুন:

কবরস্থানের কাঁঠাল পাতা বিক্রিতে বাধা দেওয়ায় মুসল্লিকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কবরস্থানের গাছ ও কাঁঠাল পাতা বিক্রিতে বাঁধা দেওয়ায় সেলিম আলী (৫০) নামে এক মুসল্লিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কবরস্থান কমিটির নেতারাই বেধড়ক কিল-ঘুসি মেরে তাকে হত্যা করে বলে জানা গেছে।

রোববার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও এলাকার টনি মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সেলিম আলী ওই এলকার মৃত সাইফুদ্দীনের ছেলে।

>> আরও পড়ুন:
পাবনায় ছাত্রলীগের দু’গ্রুপে ব্যাপক গোলাগুলি, গুলিবিদ্ধ ৮

স্থানীয়রা জানান, কবরস্থানের গাছ কেটে বিক্রি করেছিলেন মসজিদ কমিটি। এ কাজে বাধা দেয় কমিটি সদস্য সেলিম আলী। এতে ক্ষুব্ধ হয়ে কবরস্থান কমিটি সভাপতি আবদুল হামিদ (৫৫), নুরুল হক (৪০), মেজর আলী (৪৫) ও তরিকুল তরিক (৪২) বেধড়ক কিল-ঘুসি মেরে তাকে হত্যা করে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কবরস্থানের গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। আমরা এখনো রাস্তায় যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর