বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে সিজান ইসলাম (১৪) নামের নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে।
রোববার (০১ অক্টোবর) বিকেল ৫টার দিকে নদীতে ভেসে উঠলে মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সিজান ইসলাম শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা পশ্চিম পাড়া গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে এবং করতকোলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিজান তার বন্ধুদের সাথে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া যায়নি। পরদিন রোববার বিকেল ৫টার দিকে পাশের অনন্তবালা গ্রাম সংলগ্ন শীলাদেবী ঘাট এলাকায় সিজানের মরদেহ ভেসে ওঠে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে পরিবারের কারো কোনো অভিযোগ নেই।
/এএস

