সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৪ পিএম

শেয়ার করুন:

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কৃষকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কাসেম আলী (৪৫) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (০১ অক্টোবর) সকালে উপজেলার চেয়ারম্যান পাড়া নিজ বাড়িতে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাপা মোহাম্মদের ছেলে।


বিজ্ঞাপন


বিষয়টি রোববার রাত সাড়ে ৯টায় ঢাকা মেইলকে নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।

তবে পরিবারের বরাতে চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বাবু বলেন, অনেক টাকা ঋণ ছিল কাসেম আলীর। সম্প্রতি স্ত্রীর জমি বিক্রি করে ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ করেছেন। তারপরেও তার আরও সাত লাখ টাকা ঋণ ছিল। এসব টাকা পরিশোধের কোনো উপায় না পেয়ে হয়তো তিনি এ কাজ করেছে বলে পরিবারের ধারনা।

তিনি আরও বলেন, কাসেম আলী জুয়া খেলায় আসক্ত ছিলেন। আবাদি জমি দেখিয়ে মানুষের কাছে টাকা নিয়ে জুয়া খেলে এসব ধার-দেনা করেছেন। পাওনাদারদের চাপে হয়তো তিনি এ পথ বেছে নিয়েছেন।

ওসি খায়রুল আনাম বলেন, সকালে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর