বাগেরহাটে পৌরসভা এলাকায় জমির গাছ কাটায় বাধা দিতে গেলে স্থানীয় কাউন্সিরের মারধরে আহত হয়েছেন আলামিন খান সুমন নামে এক সাংবাদিক। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের খাদ্দার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আলামিন খান সুমন বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক নবচেতনার প্রতিনিধি। তিনি জানান, খারদ্দার গ্রামে তার নিজ জমির গাছ কাটার খবর পেয়ে সেখানে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর খান আবু বক্কার সিদ্দিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধর করে। এতে তিনি আহত হন। পরে তিনি বাগেরহাট আড়াইশো বেড হাসপাতালে চিকিৎসা নেন। খবর পেয়ে খবর পেয়ে প্রেস ক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় সাংবাদিক সুমন সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, সাংবাদিক সুমন খানের একটা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাতে বাগেরহাট প্রেসক্লাবে জরুরি সভার আহ্বান করা হয়েছে। সেখানে এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইচই