শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নরসিংদীতে শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর পলাশে হানিফ মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হানিফ মিয়া পলাশের ভাগ্যেরপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। তিনি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের আবাসিক এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। 


বিজ্ঞাপন


পুলিশ ও নিহতের পরিবার জানায়, হানিফ মিয়া গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সকালে খানেপুর গ্রামের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকার রাস্তার পাশে একটি মাটির স্তুপের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার শাহিন ও ভ্যাকুচালক আব্দুল খালেককে আটক করে পুলিশ। 

পলাশ থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ভোর সকালের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়। 

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। 


বিজ্ঞাপন


এ ঘটনায় জড়িতদের বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর