মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জের নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জের নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু 
ছবি : ঢাকা মেইল

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ধোপাজান-চলতি নদীতে পাথর বোঝাই ট্রলার ডুবিতে আনোয়ার হোসেন (২২) ও অনিক হাসান  (১৮) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ এপ্রিল) রাতে নৌকার ডুবির এই ঘটনায় মঙ্গলবার দুপুরে দুজনের লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান-চলতি নদীর মনিপুরি ঘাটে পাথর বোঝাই ট্রলারে ঘুমিয়ে ছিলেন শ্রমিক আনোয়ার ও অনিক। গভীর রাতে বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ভোরে স্বজনরা এসে অনেক খোঁজাখুঁজি করেও এই দুই শ্রমিককে পাননি। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের পাশে দুজনের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, পাথর বোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর