সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লোহার শাবলের আঘাতে মোসলেম উদ্দিন (৭০) নামের এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।
এতে নিহতের ভাই শামসুল হক (৫৫) ও মফিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
বিজ্ঞাপন
শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন সগুণা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও চরকুশাবাড়ি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে ভোরে নিহত মোসলেম উদ্দিনের দুই ভাই শামসুল হক ও মফিদুল ইসলাম মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। পরে আকস্মিকভাবে ভাতিজা জালাল উদ্দিন উপস্থিত হয়ে ওই দুই চাচাকে শাবল দিয়ে আঘাত করতে থাকেন। এতে গুরুতর আহত হন তারা। এরপর তাদেরকে ফেলে জালাল উদ্দিন তাদের ফেলে বাড়ির দিকে চলে যান। পথে চাচা মোসলেম উদ্দিনের সঙ্গে তার দেখা হয়। এতে ভাতিজা ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে চাচা মোসলেম উদ্দিনকে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান।
অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম জানান, বিষয়টি জানার পর সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক জালাল উদ্দিনকে (৩৫) আটক করা হয়। মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস