মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগড়ে শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

রামগড়ে শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি রামগড় উপজেলার রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিজিবির জোন অধিনস্থ ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ৪৩ বিজিবির জোন সদর দফতরে বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


জোন কমান্ডার লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম ও সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদের উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Ramgor

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি রামগড় বিজিবি দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ গরীব হতদরিদ্র, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষকে চিকিৎসা ও বিনামুল্যে ওষুধ প্রদান, শিক্ষিত বেকার যুবক, নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, প্রশিক্ষণ শেষে কম্পিউটার-সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে থাকে। আর এসব কার্যক্রম রামগড় বিজিবির পক্ষ থেকে চলমান থাকবে।

এসময় সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির উপহার বিতরণ অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


উল্লেখিত, চাউল ৫ কেজি, আলু ৫ কেজি, চিনি ১ কেজি, তৈল ১ লিটার, লবণ ১ কেজি, ডাল ১ কেজি বিতরণ করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর