সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, দু’ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৩ এএম

শেয়ার করুন:

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, দু’ভাই গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়ায় বিরোধপূর্ণ জায়গায় গরু বেঁধে রাখাকে কেন্দ্র করে গৃহবধূ মোস্তফা আক্তারকে (৬০) হত্যা মামলায় অভিযুক্ত দু’ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে নরসিংদী জেলার শিবচর উপজেলার কাবারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি দল।


বিজ্ঞাপন


ময়মনসিংহ র‌্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাঁচহার গ্রামের মৃত. গুমেজ আলীর ছেলে মো. আংগুর মিয়া (৫০) ও  মো. নুর মিয়া (৪৫)।

র‌্যাব জানায়, প্রতিবেশী গৃহবধূ মোস্তফা আক্তার ও আংগুর মিয়াদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আংগুর মিয়ার পরিবারের লোকজন প্রতিপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত ১৬ সেপ্টেম্বর দুপুরে নিজেদের দখলে থাকা বিরোধপূর্ণ জায়গায় গরু বেঁধে রাখে গৃহবধূ মোস্তফা আক্তার। বিকেলে গরু আনতে গেলে আংগুর মিয়া তার ভাই নুর মিয়াসহ অন্যরা মোস্তফাকে মারধর শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হুমকি দিয়ে তারা চলে যায়। পরে গুরুতর আহত মোস্তফা আক্তারকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর মেয়ে আয়াতুল বাদী হয়ে আংগুর মিয়া ও নুর মিয়াসহ নয়জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তবে আসামিরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


গোপন সংবাদে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নরসিংদী জেলার শিবচর উপজেলার কাবারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে দুপুরে তাদের কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় নয়জন আসামির মধ্যে এ পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে। বাকিরা পলাতক আছে। তাদের ধরতে চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর