সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে আখের সঙ্গে সাথী ফসল চাষ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ এএম

শেয়ার করুন:

কালীগঞ্জে আখের সঙ্গে সাথী ফসল চাষ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক প্রযুক্তিতে আখের সঙ্গে সাথী ফসল চাষাবাদ র্শীষক মাঠ দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে মাঠে এ মাঠ দিবস পালিত হয়।


বিজ্ঞাপন


বিএসআরআই এর মহাপরিচালক ড. ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএসআরআই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. আবু তাহের সোহেল, মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপনা পরিচালক (কৃষি) গৌতম কুমার মন্ডলসহ স্থানীয় আখ চাষিরা।

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। সার্বক্ষণিক কৃষকদের পাশে আছে। কৃষকদের সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত সরকার। আখ চাষ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আখ চাষের পাশাপাশি বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব। তাতে করে কৃষিকরা অধিক লাভবান হবেন। আখের সঙ্গে যদি কেউ অন্য কোনো ফসল চাষাবাদ করে তাহলে আখ চাষ তার জন্য বোনাস। তাই কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য ত্রিমুখী চাষাবাদ করার জন্য সবাইকে আহবান জানান।

তিনি আরও বলেন, আখ চাষ দিন দিন কমে যাচ্ছে। আখের উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি আখের সঙ্গে সাথী ফসল চাষ প্রকল্পটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর