সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ের মুনতিশা কুইজ প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয়

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ের মুনতিশা কুইজ প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয়

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ কুইজ প্রতিযোগিতায় (গণিত) জাতীয়ভাবে দ্বিতীয় হয়েছেন মিরসরাইয়ের মুনতিশা জান্নাত মুমু।

সে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী হাজীপাড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।


বিজ্ঞাপন


জানা গেছে, ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে ইউনিয়ন পর্যায়ে প্রথম হয়। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে সে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেছে।

জাতীয় পর্যায়ে দ্বিতীয় হওয়ায় মুমুকে আবুতোরাব বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আবুল হোসেন বাবুল।

মুমু মায়ানী ইউনিয়নের হাজীপাড়া আব্দুল জব্বার হাজী বাড়ির চট্টগ্রাম বন্দরে চাকরিজীবী বাবা মীর হোসেন ও মা আনোয়ার বেগমের একমাত্র মেয়ে।

student


বিজ্ঞাপন


হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার বলেন, মুনতিশা জান্নাত মুমু খুব মেধাবী। সে প্রথম শ্রেণি থেকে ভালো ফলাফল করে আসছে। ৫ম শ্রেণিতে তার রোল ১। সে আমাদের গর্ব। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়ে সারা দেশের শত শত শিক্ষার্থীর মাঝে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

শিক্ষানুরাগী ও আবুতোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল বলেন, মুমু শুধু আসাদের স্কুল নয়, পুরো মিরসরাইকে গর্বিত করেছেন। ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে বলে আমি আশাবাদী।

মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া গর্বের বিষয়। আমি ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীর পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এ বছর মিরসরাই উপজেলা থেকে একাধিক শিক্ষার্থী জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করেছেন। আমি আশা করব আগামীতে মুমুকে দেখে অন্যান্য শিক্ষার্থীরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে তারা বড় অবদান রাখবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর