ঝিনাইদহে প্রথমবারের মতো কোনো ইউনিয়নে সম্পূর্ণ ব্যতিক্রমী ও ভিন্ন ডিজাইনে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার গান্না ইউনিয়ন পরিষদের সামনে এ ম্যুরাল উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
বিজ্ঞাপন
স্থানীয় আশরাফুল আলম জানান, এমন উদ্যোগে আমরা গান্নাবাসী গর্বিত। এক দিকে ঝিনাইদহের পুরো জেলার প্রথম ইউনিয়ন হিসাবে এই ম্যুরাল প্রথম অন্যদিকে এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। এখানে ম্যুরালের ৩ দিকে সাধারণ মানুষের জন্য বসার জায়গা করা হয়েছে। যা অত্যন্ত সময়পযোগী ও প্রয়োজনীয়।
![]()
আরেক স্থানীয় বাসিন্দা ওমর আলী সোহাগ জানান, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। ঝিনাইদহে প্রথম কোনো ইউনিয়নে এ বিশাল ম্যূরাল নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে যেমন আরও জানতে সাহায্য করবে তেমনি মানুষের ক্লান্তি দূর করায় সহায়তা করবে। এখানে পাশেই গা-লাগোয়া রয়েছে বেতাই হাট চাঁদনি। শুধুমাত্র ইউনিয়ন পরিষদে কাজে না অন্যান্য প্রয়োজনেও নিয়মিত শত-শত মানুষ এখানে আসে। তাদের বসার কোনো ভালো ব্যবস্থা ছিল না। যা আজ থেকে তারা বসতে পারবে।
সদর উপজেলার গান্না ইউইনয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম জানান, আমার পরিষদের উদ্যোগে এ কাজটি সমাপ্ত করতে সক্ষম হয়েছি। এখানে সরকারি কোনো অর্থ ব্যয় করা হয়নি। পরিষদের মেম্বার ও এলাকাবাসীর ইচ্ছার বহিঃপ্রকাশ এটি। আমি দেখেছি, বহু মহিলা ও পুরষ পরিষদে আসে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ভিজিএফ, টিআর, কাবিখা, খাবিটাসহ পরিষদের অন্যান্য সুবিধা ও সাহায্য নিতে। কিন্তু অনেককে বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যা আমাকে সবসময় পীড়িত করতো। তখন থেকে ভেবেছি কি করলে মানুষের উপকারে আসে। সেই পরিকল্পনা মতো এই নতুন ডিজাইন করা হয়েছে।
বিজ্ঞাপন
![]()
তিনি বলেন, এ কাজে আমাদের ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। মানুষ বসে শান্তি পাবে এবং জাতির জনককে ঘিরে ম্যুরালের চারিপাশে বসে থাকবে এই আমার শান্তি। ম্যুরালের সামনে আধুনিক টাইলস দিয়ে হাটাচলার সুন্দর জায়গা রয়েছে। সেই সঙ্গে রয়েছে দু’পাশে সুপ্রসস্থ বসার জায়গা। তিন পাশে রয়েছে নিরাপত্তা বেষ্টনি। ওয়ালের দু’পাশেই মানুষের জন্য রয়েছে পর্যাপ্ত বসার জায়গা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, জেলার ৬৭ ইউনিয়নের মধ্যে বঙ্গবন্ধুর এই ম্যুরাল প্রথম। এ ধরনের উদ্যোগ সত্যিই আলাদা, উদাহরণ হয়ে থাকবে। আমি চাই সারাদেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন আছে তারাও এ ধরনের ডিজাইন ফলো করতে পারে।
প্রতিনিধি/এসএস

