সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, হুমকিতে ফসলি জমি-ঘরবাড়ি

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ এএম

শেয়ার করুন:

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, হুমকিতে ফসলি জমি-ঘরবাড়ি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার করতোয়া নদীর বামতীর বাঁকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় দুইশ মিটার বাঁধ ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে হুমকিতে রয়েছে ফসলি জমি ও ঘরবাড়ি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বাধের ব্লক ধস শুরু হয়। বর্তমানে ভেঙে যাওয়া বাধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। ভাঙন এলাকা পরিদর্শন করেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নিবাহী কর্মকর্তা, থানার ওসি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


Gaibandha-2

স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা নামকস্থানে অব্যাহত ভাঙন শুরু হওয়ার পর পর থেকে গাইবান্ধা পানি উ ন্নয়ন বোর্ড কর্তৃক জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষা করা হচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের থেকে নেমে আসায় আশপাশের জমিতে ও নদীতে পানি বৃদ্ধি পাওয়া মাটি ও বালুর সংকট দেখা দিয়েছে। এতে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ গুলোতে মাটি বালু ভরাট করা সম্ভব হচ্ছে না। বাধে পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ দিতে না পারলে যেকোনো সময় বাধ ভেঙে আশপাশের কয়েক গ্রাম প্লাবিত হয়ে হুমকির মুখে পড়বে বসতবাড়ি, রাস্তা ঘাট ও আবাদি জমির ফসল।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, প্রতিবছর এই বাধ ভাঙনেরর মুখে পড়ে। তাই ভাঙন রক্ষা উক্ত স্থানে স্থায়ী বাধ নির্মাণ করা প্রয়োজন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ জানান, গতকাল রাত থেকে বাধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। ব্যাপক পরিমাণ জিও ব্যাগ থাকলেও সংকট দেখা দিয়েছে মাটি ও বালুর। আমরা মাটি ও বালুর ব্যবস্থা করে জিও ব্যাগ ভরাট করার জন্য চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ে জিও ব্যাগ ফেলে বাধ রক্ষা করা সম্ভব হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর