সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করব’

উপজেলা প্রতিনিধি, ঢাকা (সাভার,ধামরাই)
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

‘জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করব’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন কিন্তু তারা (সরকার) পাঠাতে দিচ্ছে না। বাংলাদেশের জনগণ আল্টিমেটাম দিয়েছে; দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অবশ্যই মুক্তি করে যেভাবেই হোক বিদেশে প্রেরণ করব। জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করব।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ ই আম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা জেলা বিএনপির আয়োজিত
সরকার পতনের একদফা দাবির সমাবেশে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, আজকে আমেরিকা বাংলাদেশে ভিসা নীতি প্রদান করেছে যা আমাদের বাংলাদেশের জন্য লজ্জার। আমাদের ব্যাংক লুট করে, আমাদের শেয়ার বাজার লুট করে, আমাদের জনগণের পেটে লাথি মেরে জনগণকে অর্থ কষ্টে রেখে, জনগণের পকেট খালি করে এই সরকার তার সুবিধাভোগী সরকারদলীয় ব্যবসায়ীদের দিয়ে পাচার করছে। আর বিদেশে বাগান বাড়ি কিনছে। কেউ বেগম পাড়ায় কিনছে, কেউ যুক্তরাষ্ট্রের কিনছে, কেউ যুক্তরাজ্যে কিনছে ও কেউ বা দুবাইতে বিনিয়োগ করছে। আর দেশের সাধারণ মানুষ আজ অসহায়। একটি মা তার সন্তানকে একটা ডিম খেতে দিতে পারে না৷ তরকারি খেতে দিতে পারে না। কারণ সমস্ত জিনিসের অগ্নিমূল্য হয়ে গেছে। কোনো জিনিস কেনার ক্ষমতা কারো নাই। বিদ্যুৎতের লোডশেডিং এর কারণে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে৷ যুবকেরা কর্মসন্থান না পাওয়ার কারণে বেকার হয়ে পরছে। ছাত্র ছেলেরা, যুবক ছেলেরা আজ রিকশা চালাচ্ছে। 

সেলিমা রহমান বলেন, মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীরা আদালতের দোরগোড়ায় ঘুরছে৷ কেউ গ্রেফতার হচ্ছে, কাউকে রিমান্ডে নেওয়া হচ্ছে ও কাউকে গুম-খুন-হত্যা করে শেষ করে দেওয়া হচ্ছে।আজকে আমাদের মা-বোনরা শান্তিতে নেই। যখন কোনো নারী ধর্ষণের স্বীকার হয় এই সরকার কোনো পদক্ষেপ নেয়না। কিন্তু মুখে মুখে বলে নারীদের ক্ষমতায়ন করেছি আদতে কোনো ক্ষমতায়ন করেনি৷ ক্ষমতায়ন করেছে নিজেদেরকে, ক্ষমতায়ন করেছেন নিজের দলের লোকদেরকে। আজ গুম-খুনের স্বীকার পরিবারেন শিশু সন্তানেরা বাবাকে ফিরে পেতে চায় কিন্তু পায় না৷ যেখানে আমাদের রিজার্ভ শুন্য হয়ে গেছে, যেখানে ডলার সংকট সেই সময়ে তিনি তার দলবল নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে৷ এই সরকারের কোনো জবাবদিহিতা নেই।

তিনি আরও বলেন, বিএনপি লড়াই করছে জণগণের মৌলিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। আজকে আমরা প্রতিজ্ঞা করছি, এখন থেকে জনগণ যা বলবে সরকারকে সেটিই মানতে হবে। আমরা জানি, আমরা সঠিক পথে আছি৷ এই সরকারকে ক্ষমতায় থাকার আর সুযোগ আমরা দিতে পারি না।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, কেন্দ্রীয় কমিটির পরিবার ও কল্যান বিষয়ক সহ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু,
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ধামরাই থানা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর