সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে একটি খাদে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের জাফলংয়ের কাটাগাং নামক স্থানে কাটাগাং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জাফলংগামী বিরতিহীন বাস মহাসড়কের কাটাগাং নামক স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি গরু বাঁচাতে গিয়ে রাস্তার বিপরীত দিকে চলে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস বাসের সঙ্গে সংঘর্ষ হলে সিলেটগামী বাসটি পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বিজ্ঞাপন
আহতরা হলেন—মো. আহমদ হোসেন (৫০), মো. মতিউর রহমান (৫৮), আব্দুন নূর (৬৩), মো. জমির উদ্দিন (৫০), মো. নুরুল হক (৫০), মো. দিলাল আহমেদ (৩০), টনি দাস (২৬), সুমন মাহমুদ (৩৮), মো. আবদুল মজিদ (৪০) ও মোছা সাহিনা (৫০)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এইচই

