নাটোর সরকারি বালক বিদ্যালয়ের ক্লাস রুমে সহপাঠীর ছুরিকাঘাতে আলিফ নামে এক সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। তবে এ বিষয়ে বিদ্যালয়ের কোনো শিক্ষকই কথা বলতে রাজি হয়নি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ক্লাসে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, বুধবার(২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রভাতি শিফটের সপ্তম শ্রেণিতে শিক্ষক না থাকায় সহপাঠী আলিফ ও নীরবের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে নীরবের কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে। এতে ছুরিকাঘাতে আলিফের পায়ে ও গলার নিচে জখম হয়। এ সময় শিক্ষকরা জানতে পেরে ঘটনাস্থল এসে আলিফকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে বিদ্যালয়ে আবার নিয়ে আসে। পরে দুপুরে আহত আলিফকে শিক্ষকরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
আহত শিক্ষার্থী আলিফের বাবা জানান, হঠাৎ দুপুর স্কুল থেকে এক শিক্ষকের ফোন পান তিনি। আমার ছেলেকে ছুরি মেরে রক্তাক্ত করা হয়েছে। পরে খবর শুনে দ্রুত হাসপাতালে ছুটে আসি। তবে কি বিষয়ে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি তিনি।
নাটোর সরকারি বালক বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, বিষয়টি গণমাধ্যমে জেনেছি। ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
/একে
