ছাত্রলীগ লাল-সবুজের অহংকার বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ।
মন্ত্রী বলেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা ও বাঙালির স্বাধীনতা-স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি।
বিজ্ঞাপন
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদ মাঠে সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৩ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীবের পরিচালনায় ছাত্র সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, মোজাম্মেল হক মেনন, নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, শাহজাহান সিদ্দিক সাবুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, আসাদুজ্জামান আসাদ,আশরাফ জামিল লায়েক, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাসেল, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, বর্তমান সভাপতি কামরুলজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোঃ কামরুল প্রমুখ।
বিজ্ঞাপন
/একে