সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় লাশ হলেন কলেজছাত্রী 

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় লাশ হলেন কলেজছাত্রী 

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা জমা দিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মনিরা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুশারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


মনিরা খাতুন উপজেলার কাজলা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি ধলাপাড়া কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে মনিরা ব্যবহারিক খাতা জমা দিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুশারিয়া এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। 

এতে মনিরা রাস্তায় ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় নিচে পড়ে পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশা চালকও আহত হয়।

এ ঘটনায় ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর