মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রেনের নিচে লাফ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের কাউনিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মহসিন আলী (৭২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মহসিন আলীর বাড়ি উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমেরকুটি গ্রামে। তিনি ধুমেরকুটি এলাকায় মৃত রফিক মিয়ার ছেলে।

রংপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতক্ষ্যদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬২ নম্বর কমিউটার ট্রেনের সামনে ঝাপ দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে রংপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর