মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রেনের নিচে লাফ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

ট্রেনের নিচে লাফ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রংপুরের কাউনিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মহসিন আলী (৭২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মহসিন আলীর বাড়ি উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমেরকুটি গ্রামে। তিনি ধুমেরকুটি এলাকায় মৃত রফিক মিয়ার ছেলে।

রংপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতক্ষ্যদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬২ নম্বর কমিউটার ট্রেনের সামনে ঝাপ দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে রংপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর