মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগড়ে অবৈধ ভারতীয় ওষুধসহ আটক ১

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ির রামগড় উপজেলার পৌরসভার বল্টুরামটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও কসমেটিক সামগ্রীসহ হানিফকে (৪২) আটক করেছে রামগড় থানা পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো. ফরহাদুল হকসহ পুলিশ ফোর্সের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক হানিফ পৌরসভার বল্টুরামটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।

জব্দ করা ১৪ প্রকার অবৈধ ভারতীয় ওষুধ ও কসমেটিক সামগ্রীর ওষুধ ও কসমেটিকের আনুমানিক বাজার মুল্য ২ লাখ ৮৪ হাজার ৩১০ রুপি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মালামাল বহন সংক্রান্ত আইনে আসামির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর