সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গৃহবধূ রিথী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

গৃহবধূ রিথী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

জামালপুরে গৃহবধু রিথী আক্তার হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে পরিবার ও স্থানীয়রা।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার বেতমারী বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে অবস্থান নেয় স্থানীয়রা। অবস্থান নিয়ে বিক্ষোভ করার এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ন্যায়বিচারের আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা।  


বিজ্ঞাপন


গত ২০ সেপ্টেম্বর বিকেলে বেতমারী এলাকায় স্বামী গোলাম রাব্বীর বাড়ি থেকে গৃহবধু রিথীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গোলাম রাব্বীসহ তার পরিবারের ৫ সদস্যের নামে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেন। রিথী চরপলিশা জে এল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

এ বিষয়ে মেলান্দহ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ আসামীদের ধরের কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর