বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ওয়াজ শুনে রাতে বাড়ি ফেরা হলো না রবিউলের

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ এএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদরাসা ছাত্র রবিউল (১৩) রাতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।


বিজ্ঞাপন


নিহতের বাড়ি উপজেলার সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামে। রবিউল এই গ্রামের হাবেজুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রবিউল তাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকার মানিকনগর বাজারে ওয়াজ শুনে বাড়ি ফিরছিল। পথে আলীনগর মাদরাসার ব্রিজের সামনে আসলে বিপরীত থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কা দিলে রবিউল ব্রিজের রেলিংয়ের সঙ্গে বাড়ি খেয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানান, মোটরসাইকেলের চালক নেশাগ্রস্ত ছিল। চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানান।

ঘাতক বাইক চালক হাসানের বাড়ি একই উপজেলার জার্মিতা ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। তিনি দুদু মোল্লার ছেলে। 


বিজ্ঞাপন


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনে কারণে ময়নাতদন্ত ছাড়াই রবিউলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মোটরসাকেল চালক ঢাকার কোনো এক হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন