সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে গ্ৰেফতার ৬

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে গ্ৰেফতার ৬

নওগাঁর পত্নীতলা উপজেলাতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ছয় যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৫ ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


জয়পুরহাট র‌্যাব ক্যাম্প-৫ রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

গ্ৰেফতাররা হলেন—উপজেলার আজমতপুর গ্ৰামের শ্রী সত্য চন্দ্র মোহন্তর ছেলে শ্রী মহন কুমার মোহন্ত (২০), সাদেকুল ইসলাম বাচ্চুর ছেলে তুহিন সরদার (২৭), ইছাপুর গ্ৰামের শরীফ উদ্দিন সরদারের ছেলে আমিনুর ইসলাম (৩৩), আফজাল মন্ডলের ছেলে ফারুক হোসেন (২৮), লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান রাজু (২৮), সম্ভুপুর গ্ৰামের কিশোরী উরাও এর ছেলে মন্টু রাম (২৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ক্যাম্প-৫ জয়পুরহাট কোম্পানির অধিনায়ক জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় মাহমুদ বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ৬টি মনিটর, ৬টি সিপিইউ, ৪টি কি-বোর্ড, ৪টি মাউস, ৯টি হার্ড ডিস্ক ও ১৮টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়। সেই সঙ্গে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়।

পরে তদের বিরুদ্ধে পত্নীতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


 

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর