বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে আগ্রহ নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে আগ্রহ নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসবে কিনা এ বিষয়ে কোনো আগ্রহ নেই আওয়ামী লীগের। এছাড়াও নির্বাচনে কে আসলো, কে গেলো এটি দেখার বিষয় নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে ইসি। এর জন্য যা যা প্রয়োজন সরকার সে উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মুন্সিগঞ্জের গজারিয়ার দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী আরও বলেন, আগামীতে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যারা ভুল ধারণা নিয়ে রয়েছেন তাদের সে ধারণা অচিরেই কেটে যাবে। কারণ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যে আয়োজন করছে এতে সরকার সার্বিক সহযোগিতা করছে।

পরে বিনোদন পার্কটির উদ্বোধনি আয়োজন ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মানা বে’র ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানি বলেন, মানা বে’র লক্ষ্য ওয়াটার পার্কের চেয়েও বেশি কিছু হয়ে ওঠা। এটি এমন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান হতে চায় যেখানে সবাই এক সঙ্গে কাজ, খেলাধুলা ও জীবনের উচ্ছ্বাস নিয়ে বাঁচতে পারে।

এতে উপস্থিত ছিলেন— ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, মানা বে’র ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানি, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। জেলা প্রশাসক আবু জাফর রিপন, জেলা পুলিশ সুপার আসলাম খাঁন সহ আরও অনেকে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর