লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার চাপায় ইব্রাহিম হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাখালিয়া বাজারে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মফিজ উল্যার ছেলে।
বিজ্ঞাপন
হাসপাতালে ইব্রাহিমের বাবা মফিজ উল্যা ও স্থানীয়রা জানান, স্বজনদের সঙ্গেই ইব্রাহিম ঘটনাস্থলে ছিল। হঠাৎ করে সে রাস্তা পার হতে দৌঁড় দেয়। এসময় দ্রুতগতির অটোরিকশার চাপায় ইব্রাহিম গুরুতর আহত হয়। পরে ইব্রাহিমকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাকে মৃত পেয়েছি। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
প্রতিনিধি/এইচই