বগুড়ার নিশিন্দারায় পিকনিক অনুষ্ঠানে কুইন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিশিন্দারা পূর্ব খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহল্লার ব্যাডমিন্টন খেলার মাঠে পিকনিকের আয়োজন করে স্থানীয় কয়েকজন যুবক। রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে। সেখানে কুইনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করতে গেলে ঝন্টু (২৫) ও রহীম (২৮) নামের আরো দুই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া উপ-শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, পুলিশ এলাকায় অভিযান চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা কেউ অপরাধীদের চিনতে পারেনি। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এইউ

