বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

পটিয়ায় উপজাতি তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশ থেকে বিছানার চাদরে মোড়ানো রক্তাক্ত এক উপজাতি তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের মুটুকনাইট বাজারের সড়ক পাশ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। 


বিজ্ঞাপন


তিনি বলেন, নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। নিহত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে সড়কের পাশে ফেলে গেছে। 

তিনি বলেন, নিহত উপজাতি তরুণীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা এই হত্যার রহস্য অনুসন্ধানে কাজ করছি।

ওসি (তদন্ত) জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সড়ক পাশে রক্তাক্ত তরুণীর লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিছানার চাদর মোড়ানো লাশটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর