মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুলিশ কনস্টেবলের মা হত্যার ঘটনায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

পুলিশ কনস্টেবলের মা হত্যার ঘটনায় গ্রেফতার ১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আব্দুল মজিদ কলেজের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

খুলনা মহানগরী থেকে সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শুভেন্দ্র দাসের মা অনিমা দাসকে (৬১) হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) অভিযুক্ত মোস্তফা শেখকে (৪৮) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মোস্তফা শেখ (৪৮) জেলার বাগেরহাট উপজেলার মোড়েলগঞ্জের সাংনকিডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে।


বিজ্ঞাপন


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন জানান, অনিমা দাস গত ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার)  রাত ১১টা ১৯ মিনিট থেকে ৬ সেপ্টেম্বর (বুধবার) পৌনে ১০টার মধ্যে খুন হন। তিনি খুলনার সদর থানার পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্যার মোড় (খান মঞ্জিল), কামরুল ইসলাম খানের বাড়ির দ্বিতীয় তলায় মেয়ে লাভলী দাশের ছেলেকে নিয়ে থাকতেন।

বাসায় কেউ না থাকার সুযোগে মোস্তফা শেখ পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে লাভলী দাস (৩৯) বাদী হয়ে খুলনা থানার মামলা দায়ের করেন।

সদর পুলিশ পরিদর্শক(তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা নিমাই চন্দ্র কুন্ডু মোস্তফা শেখকে গ্রেফতার করেন।

পরে শুক্রবার আসামি আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় জবানবন্দি দেন বলেও জানান ওসি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর