মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগড়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

রামগড়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা 

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মানসিক চাপ সামলাতে না পেরে মো. আতাউল করিম (সিবলী) নামে এক যুবকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
 
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টা দিকে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


নিহত সিবলী পৌরসভার তৈচালাপাড়া এলাকার মৃত মো. নুরুল করিম মাস্টারের ছেলে। তিনি রামগড় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 
স্থানীয় এলাকাবাসীর ধারণা, মানসিক চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন মনে হয়।  

রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া বলেন, বুধবার দুপুরে সিবলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় সিবলীর লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরের মর্গে পাঠানো হবে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

প্রতিনিধি/ এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর